লেখার ডাগর মাঠ


রবিবার, জুলাই ৩০

অজানা লেখক

মার্চের ছায়ায় তখন পুনর্মুদ্রন
নতুন এক হারা ঈশ্বরের ।
কামুক কান্নায় আলোর আকাশ
বড্ড বেশি আরক্ত ও উত্পেতে
লাল লালসায় ভূমিষ্ঠ হয় কবি ।

   ঈশ্বর শেষ রাতে বাম হাত বাড়িয়ে
   ভোরের পূর্ণ দৈর্ঘ্য আকাশে কালি ছিঁটায়
    শাসক আবিষ্কার করবে বলে ।
    অজানা কবির মিথ্যা দৈববাণী ।

সেখানে ছায়া উতরাই
যেখানে ভাষা-ভাষি নেই
আছে , নগ্ন নারীর দেহে
                      ঈশ্বরের ঝোঁক
উত্তেজিত ঈশ্বর ধূসর তৃণশয্যায়
জন্ম দিল মদের পাত্রে ধর্মমত
হুইস্কি এবং ভারতীয়দের......।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন