লেখার ডাগর মাঠ


শনিবার, মে ১৩

নারী

মেয়েরা বিয়ে হয়ে যখন শ্বশুড় বাড়িতে যায় তখন তার মায়ের পাতা আঁচলে উল্টা দিক থেকে ইঁদুরের মাটি আর চাল দিতে দিতে মেয়েটি বলে ,“ মা আমি এতদিন যা খেয়েছি সেই ঋণ শোধ করে গেলাম ।”

এ সমাজে যত ঋণ মেয়েদের শোধ করতে হয় । মনে হয় মেয়েটি আপনার সংসারে জোড় করে ঢুকে পড়েছিল । তাই বিদায় বেলায় ঋণ শোধ করে স্বামীর ঘরে যাচ্ছে । তারপর স্বামীর ঋণ শোধ করতে সংসার , বাচ্চা , শ্বশুড় শ্বাশুড়ি সমস্ত একটা অপরিচিত মানুষগুলোকে আপন করে নিতে হবে । নারী জীবন গাধার জীবন বললেও কম বলা হবে । আজ কে এই বিংশ শতাব্দিতে এসেও আমরা নারীকে মানুষ ভাবতে পারি নি । এ আমাদের লজ্জা । আমি তো জানি জীবনের প্রতি শব্দ হলো স্বাধীনতা । এই স্বাধীনতায় তখনই কলঙ্ক লাগে যখন মেয়েটির স্বামীকে বলতে  শুনি  ,“ মা তোমার জন্য দাসী এনেছি ।”

এ সমাজ একটু একটু করে অনেকটা পথ এসেছে । তবুও যদি দেখি মানুষ বলতে শুধুই পুরুষ তবে এ এক কঠিণ যন্ত্রণা । এ এক কঠিন সমস্যা । এ এক কঠিন ষড়যন্ত্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন