লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, মে ১৬

অর্ধবৃত্ত

অর্ধবৃত্ত

দেহের মধ্যে একটা বন্ধ্য ছোট্ট দেহ
সেখানে আমার বসতি-শ্বাস গৃহপালিত
আমি তাকে খাদ্য দিয়ে সর্বক্ষণ উষ্ণ রাখি
সে জেগে রইলে আমিও জেগে রই বিনিদ্রে

সে উত্তেজিত হলে আমি আনাড়ী ধর্ষক হই
সে আমাকে বঞ্চনায় খুনী হতে শেখায়
আমার সমস্ত ভালোর মধ্যে সে অবর্তমান
কখনও-সখনও মনে হয় খাঁচায় বুঝি বন্দী

উপবৃত্ত
∆∆∆∆

আমার সমস্ত দূর্বল দাগ
সকালের চোখে নীল চাঁদ
আমি কাঁদতে নিয়ে বুঝেছি
জলের মধ্যে অশ্রু দানা কষ্ট

আজ রাত ভিক্ষারী হয়েছে
তোমায় খুঁজতে গিয়ে বুঝেছি
আমার দূর্বলতা বুক বরাবর
তাক হয়ে আছে গুপ্ত তাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন