লেখার ডাগর মাঠ


শুক্রবার, মে ২৬

সাত দিনের নাম কি করে এলো

টাইম লাইনে একটা লেখা ঘুরছে। "সপ্তাহের ৭ দিনের নামই  হিন্দুয়ানী নাম।

শনিবারঃ         শনি দেবতার নামে
রবিবারঃ          সূর্য দেবতার নামে
সোমবারঃ         ভগবান সোমনাথের নামে ( শিব )
মঙ্গলবারঃ        দেব সেনাপতি মঙ্গলের নামে
বুধবারঃ           দেবসভার মন্ত্রী বুধ
বৃহঃস্পতিবারঃ  দেবগুরু বৃহঃস্পতির নামে
শুক্রবারঃ         দৈত্যগুরু শুক্রাচার্য্যের নামে।"

-সপ্তাহের সাতটি দিনের প্রত্যেকটির নাম দেখছি হিন্দুদের দেবদেবী ও দেবগুরু- এমনকি দেব সেনাপতির নামে রাখা হয়েছে। ছি ছি ছি ! ৯০% মুসলমানের দেশে প্রতিটি দিনের নাম হিন্দুয়ানী? এইটা কোন কথা হলো?
হেফাজতে ইসলাম এ ব্যাপারে নীরব কেন?

বদলালে সব ই বদলান। ভাষা, সংস্কৃতি সব। আধা বাঙালি - আধা বর্বর হয়ে থাকার তো কোনো মানে নাই।
সংগ্রহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন