লেখার ডাগর মাঠ


শনিবার, মে ১৩

আমার কথা

আমার কয়েকটা ব্যপারে ভীষণ ভয়...। এই ভয়টা যত বড় হয়েছি তত বেড়েছে । এখনও সে ভয়গুলো আমাকে তাড়া করে । প্রথমত মানুষ-কে দেখে প্রচণ্ড ভয় পায় । হুম , অপরিচিত মানুষকে নয় পরিচিত মানুষকে দেখে । দ্বিতীয়ত ঝড় , ভূমিকম্প । তৃতীয়ত আমি সাহসী । আর সবচেয়ে বড় ব্যপার জীবনের কঠিন সংকটেও হার মানি নি । ১৯৮৪ সালটা আমাকে আমার জীবনকে সংগ্রামী করে তুলেছে । ১৯৯৫ সাল অবধি পাশে বন্ধু দের পেয়েছি । ওরা আমাকে ওদের দেহের একটা অঙ্গ করে নিয়েছিল । সব রকম সাধ আমাকে ওরা দিত । তার মধ্য দু চারজন ছিল প্রেশাল । আমার শিল্প , সাহিত্য ও বিনোদনের ওরা আমার সঙ্গী ছিল । সে দিক থেকে এখন একদম একা । নিপাট একা । পাশে বন্ধু নেই । আছে বন্ধু অনুভূতি । আছে স্মৃতি । চোখ বুঝলেই আমার সেই আড্ডা নগরী ঘর । মান্নাদের সেই কফি হাউস .....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন