লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ১১

চোপ নাস্তিক

ধর্ম কখনও যুক্তি সংগত ব্যাখ্যা দিতে পারেনা । না থাকে যুক্তি না থাকে বিজ্ঞান বা দর্শন । ধর্ম হলো নিপাট বিশ্বাস । কখনও যদি মনে হয় ধর্মের কোন অংশ মানুষের মৌলক অধিকার খর্ব করছে । আপনি তা নিয়ে প্রশ্ন করতে পারবেন না । ইচ্ছা করলেও এড়িয়ে যেতে পারবে না । এমন কি ধর্মীয় সীমায় থেকে তা বাতিল বলে ঘোষনাও করতে পারবেন না । এসবের প্রচুর উদাহরন আছে । আপনাকে অন্ধ হয়ে , শিক্ষাগত যোগ্যতা কে বিসর্জন দিয়ে , সুবোধ বালকের মত তা মেনে যেতে হবে । এ আচরণ ধর্মেই মানায় । বিজ্ঞানে মানায় না । বিজ্ঞানে মত বিরোধ হলে রক্তক্ষয়ি যুদ্ধ হয় না । হয় না দাঙ্গা । কিন্তু ধর্মে মত বিরোধ হলে । আপনার প্রানটা আর সচল থাকবে না । চলে যাবেন মায়ের ভোগে । বিজ্ঞান তো পরিবর্তন শীল । আমি বুঝিনা কথায় কথায় ধার্মীকরা ধর্মকে কেনো তবে বিজ্ঞানের সাথে মেলায় ?

               -নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন