লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ১১

মুক্ত মায়া

#কবিতা

আমার হাতের কাছে যে সকাল গোধুলী ভোর বয়ে আনে । তাকে আমি তুলে রাখি রঙিন আকাশের তাকে । পুরোন সূর্যটা আমার পায়ে পা মিলিয়ে যখন অদৃশ্য হই । তখন চারিদিকে একটা নিবির বৈকাল্য , প্রতিধ্বনীতে জানান দেয় -একদম আমার করে । অসংকেতে অবাসারা ভালবাসায় উঠে দাঁড়ায়  । সমুদ্রের ঢেউ-এর মত । তখন আমি কালীয়া দমনে কৃষ্ণ সাজি । কালো জলে আমার প্রতিকৃতি মুখ লুকাতেই ভেসে ওঠে ফিরে পাওয়ার সংকেত । চোখের মধ্যে , মুখের মধ্যে , হাতের মধ্যে । সব শেষে আঙুলের মধ্যে । সেই আঙুলের এ ফাঁক ও ফাঁক দিয়ে রৌদ্র তরল নিংড়ে পড়ে । ১ ফোট ২ ফোট সংখ্যা সেজে । তার নীচে আমার বুক পাতা থাকে । শেকড় গজাবে বলে বুকের বাঁ-পাশে ।

     -দেবজ্যোতিকাজল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন