লেখার ডাগর মাঠ


শুক্রবার, মে ১৯

ভাবছি বসে...

রৌদ্রে দাঁড়িয়ে গাছ
তোমার মত সহিষ্ণু
পাখির মত চঞ্চল
তোমার নিথর বুক
আকাশ নীল সমাজ
পায়ে পায়ে হোঁচট
শাখা শিং হরিণ
তোমার বেরে ওঠা
বুক বরাবর চুমু
বুকের নীচে সাগর
আমার ধূসর বেগুনী
বিরহী পীত হাওয়া
মনের কাছে প্রশ্নায়ু
চিঠির জবাব নেই
বিদায় যখন দিলে
গাছেরা দাঁড়িয়ে মাঠে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন