লেখার ডাগর মাঠ


বুধবার, ডিসেম্বর ১৩

আমি আকাশ থেকে চাঁদ চুরি করেছি

আমি আকাশ থেকে চাঁদ চুরি করেছি
দেবজ্যোতিকাজল

আমি আকাশ থেকে চাঁদ চুরি করে-
লুকিয়েছি আমার ঘরে । অন্ধ দেরাজে,
তুমি জীবন ভর থাকতে
                         চেয়েছিলে বলে ।

তুমি থাকবে বলেছিলে,
আমার জীবন ভর নবগন্ধ মেখে

তুমি আরও বলেছিলে নিভৃত শব্দে
খুব শীঘ্রই আসবে উষ্ণতা দিতে ঝরে
বিছানা জুড়ে ,মন ছুঁয়ে রূপালী পশমে

তাই আমি ,

প্রত্যেক সকাল অপেক্ষা করেছি শূন্যে
প্রত্যেক বিকেল হেঁটে চলি চুপসারে
প্রত্যেক রাত অঝরে কেঁদে কেঁদে
চাঁদের সঙ্গে কথা বলি আহত জ্যোস্নায় ।

তিনি আমাকে বলেছিলেন ,
“ তুমি আমাকে ভালবাস
  শীঘ্রই আসবে ,আমার কারণে ”

সকাল হতে না হতেই
একঝাঁক তারায় তুমি বিদীর্ণ আকাশ
                 হাত বাড়িয়ে পাশে টানো

আমি জোড়ে চিৎকার দেই

অজানা আকাশ থেকে
                           একটি ছোট্ট পাখি
                  আমাকে ছুঁয়ে শান্ত করে ।

আর নেই আমার সন্দেহ
আর নেই আমার কান্নাকাটি

আমি এখন জানতে পেরেছি ,
“ তুমি আমার চিরদিনের ”...।
                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন