লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪

আমি

আমার শৈশব আর যৌবন
বিছানায় চুরি হয়ে গিয়েছে
কেউ খুঁজে পেলে
আমার পঞ্চাশ নম্বর ঘরে
                       জমা দিয়ো ।

আমি নিজে-কেও হারিয়ে
                    ফেলেছি যৌবনে
আমি আমার বিশ্বাস-কেও
                       হারিয়ে দিয়েছি
আমি জানি না , আমি কে ?
আমি এই
একা একটা মনকে ছেড়ে । আর-
যেতে হবে কত দীর্ঘ অনুভূতি  ।

কখন যেনো একটু একটু করে
বাড়তে বাড়তে শেষ সিঁড়ীতে
এসে দাঁড়ালাম, না হেঁটে জোরে
বুঝতে পারি নি , বয়েসের কাছে

বন্ধুরা আমার কথা বলার বন্ধু ছিল
খেলার সাথী ছিল না কেউ শৈশবে

যে পা আমাকে হাসাবে কাঁদাবে ভেবেছি
সে পা আমাকে দিয়েছে বাহানা বিস্ময়ে
দিয়েছে থেমে যাওয়া শেষ লাইনের দাড়ি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন