লেখার ডাগর মাঠ


শনিবার, ডিসেম্বর ২

ধর্ষণের চতুর্থ স্তবক

আমি ধর্ষিত , বন্য প্রানীতে
আমি পাহাড়,পর্বত,বন-জঙ্গল
ধ্বংস করব , পরিষ্কার করব ড্রেন
আমার ত্বকে বসছে দশ লক্ষ মশা ।

আমি আগুন , কাঠের অন্তরে জ্বলি
আমি প্রহরি হই , উপভোগ পণ্যে
আমি খেয়ে ফেলি বিষাক্ত আগুন
আমার চোখ ঠিকরে বেরোয় দশ লক্ষ ছাই ।

আমি নিস্তব্ধ , শিশুর মত চঞ্চল
আমার নিশ্বাসে হরণীয় বাতাস
আমি কেঁদে উঠি একাকাশ তিরস্কারে
আমার ঘাড়ের উপর দশ লক্ষ থাবা

আপনি যখন শেষ করেন ,
আমি তখন ক্লান্ত । ধর্ষিত ।
আপনি আমাকে অন্ধকারে ঢেকে দিলেন
আপনি আমার  বিষ্মৃত স্বপ্নের মতন
ধ্বংস হবে সামাজিক মেরুদণ্ড ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন