লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮

জীবনের অন্ধকারে

#কাজল

ইটের ফাঁকে অলৌকিক এক চিলতে অন্ধকার । জ্বলজ্বল করছে একজোড়া চোখ । শ্যাওলায় সবুজ গুটি ,পোকাদের আড্ডা । আমি অনুসন্ধানে গন্ধ নেবার ভাব করি । দুপুরের রোদ আর হাড় কাঁপানো ছায়ারা আমাকে বুদ্ধিনাশ করে তুলে । তবুও আমি স্বপ্নে বিভোর । স্বপ্ন আমাকে অনাবরত ঘুম ভাঙায় । ভোর রাতের ভৈরবি শুনায় । রাত শেষে যখন ভোরের ট্রেন প্লাটফর্মে আসে । তখন দূরে ট্রেন হুইসিল বাজিয়ে জানান দেয় পুপু... শব্দে ।  হয় তো ফিরতি ট্রেন  । দুর্ ,ট্রেনের আবার ফিরতি আছে নাকি ! ট্রেনেরা শুধুই চলে ।  কত যুগ যে ট্রেনে উঠিনি কে জানে । মামার বাড়ির ভিটে দেখতে যেতে সেই শেষ ট্রেন যাত্রা । তারপর অনের বেলা গড়িয়ে গেল । প্রতিদিন আসে , প্রতিদিন যায় । আর , আমার ভাবনারা পথে দাঁড়িয়ে আসা-যাওয়া গুনে যায় । আমি থেমে গেছি পথেরা তা জেনে গেছে ।  ভেবেছিলাম আর একবার ট্রেনে ওঠবো । কিন্তু  তা আর হবে না যে , বেশ বুঝতে পারছি । হুম । সত্যি বোধহয় আর হবে না । ট্রেনে যাবার মত কোন আত্বীয় বাড়ি আর নেই যে ট্রেনে উঠতে হবে ।  যাহ! পোকাটা আর নেই ইটের ফাঁকে । ইটের ফাঁকে অন্ধকার আরও গভীর নীল হয়ে গেল । আমার অনুসন্ধানী চোখ জীবনের মানে খুঁজছিল । অধ্যায় খুঁজছিল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন