লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ৪

চার্চের আক্রমন

এঙ্গেলস তাঁর সুবিখ্যাত ‘ Dialectics of Nature ’ গ্রন্থে বিশ্লেষণ করেছেন কিভাবে বৈজ্ঞানিক চিন্তা-ভাবনাকে ধর্মীয় দৃষ্টিকোণের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে অগ্রসর হতে হয়েছে । বিশেষ করে বিজ্ঞান ও বৈজ্ঞানিক চিন্তা ও আবিষ্কারের বিরুদ্ধে চার্চের আক্রমণ , বিজ্ঞানীদের উপর নিষ্ঠুর অত্যাচার , বৈজ্ঞানিক গবেষণার উপর চার্চের নিষেধাজ্ঞা , বিজ্ঞানীদের গবেষণার কাগজ পুড়িয়ে ফেলা– ইত্যাদির উদাহরণ দিয়ে এঙ্গেলস চার্চের প্রতিক্রিয়াশীল ভূমিকার উল্লেখ করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন