লেখার ডাগর মাঠ


সোমবার, ডিসেম্বর ৪

রামমোহন রায়

রামমোহন স্বাধীনতাপ্রেমী ছিলেন । তাই তিনি ফরাসী বিপ্লবে দারুণভাবে মোহিত হয়েছিলেন , অন্য দেশের স্বাধীনতা আন্দোলন সমর্থন করেছিলেন । অথচ নিজ দেশে বিদেশী পাশ্চাত্য শাসনকে স্বাগত জানিয়েছিলেন ।

বাস্তবে ভারতীয় সমাজের রক্ষণশীলতা , কুসংস্কার এবং মোগল শাসনের শেষ পর্যায়ের বিশৃঙ্খলায় এতই বীতশ্রদ্ধ ছিলেন যে পাশ্চাত্য শিক্ষাকে তিনি মুক্তিদূত হিসাবে বিবেচনা করে এক ধরনের একতরফা বিচার বিবেচনায় অভিভূত হয়ে ব্রিটিশ শাসনের অনুরক্ত হয়ে পড়েছিলেন ।

–ভারতের সভ্যতা ও সমাজ বিকাশে ধর্ম শ্রেনী ও জাতিভেদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন