লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪

প্রানের পোকাটি তুমি ছিলে

সিরিজ কবিতা
প্রানের পোকাটি তুমি ছিলে
দেবজ্যোতিকাজল

এক

তার চোখে সমুদ্র ;
চুরি হয়েছে নীলাকাশ ।
চাঁদ এখনও নড়েচড়ে
নোনা হাওয়ার ছদ্মবেশে ।

তার পায়ের শব্দ । কুমারী
মেঘে ভেসে বেড়ায়
আসা-যাওয়া
ঢেউয়ের জোয়ারে ।

দুই

নিখুঁত পদাঙ্কে আমি
স্মৃতিতে অদৃশ্য হয়ে পড়ি
সৈকত আমাকে ডেকেছে
বালির পৃষ্ঠায় ঢেউয়ের জলে
কবিতা লেখার বেগুনী প্রেমে ।

তিন

তোমার পাঁজর ধাঁধাঁর টুকরো
মাপসই কষ্ট গুগলি
ধারাবাহিক হেরো আমি

আমাদের হৃদয়
বিজ্ঞাপনের মত
চোখ হাসে উড়ে উড়ে
বিরহ মোবাইল টাওয়ারে ।

চার

রৌদ্রোজ্জ্বল সুর দীর্ঘ গান
দুপুর বন পুড়ে মাঠের কোণে

রাখালীয়া স্বরলিপি
প্রান্তিক মাঠ খোঁজে
চুরি হওয়া রেনবো রঙে ।

সময়={ 11:03 pm }

পাঁচ

আমার ঠোঁটে
ডুবে আছে :
প্রতারিত শব্দ ।

Y= স্লীপিংয়ে
দুঃস্বপ্ন ঘুমোয়
পুরুষ ভয়ঙ্করে ।

সময়=[11:39 pm ]

ছয়

হাসনুহানার গন্ধে
সাপের প্রেম উড়ে ;

একটি মেয়ের
             মত ছায়া
সবুজ ঘাসে দীর্ঘায়ু
          আঁকাবাঁকা ;

কাপুরুষী অভিশাপ
হস্তমৈথুনে রাত জাগে
বন্ধা মেয়ের শরীর দেখে

সময়= √ 12:06 am ¶

তারিখ=14 থেকে 15/12/17 ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন