লেখার ডাগর মাঠ


শুক্রবার, ডিসেম্বর ২২

এখন

এখন
তোমার চোখ
নিখুঁত নীল সমুদ্র স্তব্ধ
অন্য দিনে-
সে ঝোড়ো ধূসর জল ভাঙা ঢেউ ।

তাই
তুমি আজ থেকে যাও গোপনে
আমার নুয়ে পরা বিষাদ ডালে ।

আমি এক পাঁজর হিংস্র মেঘ
সাজিয়ে রেখেছি বুকের আলমারিতে

আমি এক চোখ তরুণ বসন্ত
ঝুলিয়ে রেখেছি বাতাসের ক্যালেণ্ডারে

আমার পথ
পথিক হয়েছে পাথর পথে
ছুটে সর্বসান্তে
তোমার পিছু পিছু ভিড় ঠেলে ,

বৃদ্ধ অন্ধকার দাঁড়িয়েছে রূপক দূরে
স্যাঁতস্যাতে আলোর গায়ে
                              জলন্ত আকাশ
        গড়-গড়িয়ে আসে বজ্রধ্বনিতে ।

আমি প্রাচীন ফ্ল্যাশে । তোমাকে -
শুধু মাত্র দেখি একবার নিমিষে

তখন আমি নিজের সমুদ্র স্রোতে
সবুজ দানব ঢেউয়ে লুকিয়ে পড়ি
                   তোমারই স্তব্ধ সমুদ্র ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন