লেখার ডাগর মাঠ


সোমবার, নভেম্বর ২০

ঝোড়ো শ্লোক

এক

তুমি যতই বাঁচার চেষ্টা কর
শেষ অবধি মৃত্যুরাই জিতবে

তুমি যতই ভালবাসার চেষ্টা কর
শেষ অবধি মায়ারাই জিতবে ।

আমি এখন মৃত্যু ও ভালবাসার
                            চিন্তা করি না
যতক্ষণ না অবধি একজন
                  মানুষ খুঁজে পাই  ।

দুই

রোদটা শিশিরে ভিজে গেছে
সকালের ভালবাসা পাখিরা
        ঠুকরে ঠুকরে রোদ খায় ।

সকাল , গাছের সামনে এসে দাঁড়ায়
শিকড় আর পাতার বিস্ময়ে
                               কেঁপে ওঠে ;
                

অভিযোগের সরল চিরকূট
হারিয়ে গেছে বন্ধু মেঘে ,
তোমাকে যতবার খুঁজতে গেছি
যাযাবর বাতাসের ঠিকানায়
ফিরে আসতে হয়েছে ততবার
আমাকে আমার অস্থায়ী ঠিকানায়..।

তিন

ঘাসে ঢাকা বুক
সবুজে গঙ্গাফড়িং

বৃদ্ধ ক্লান্ত মুখ
বাবার কাধে ঘুম

শিশুতে শিশুতে
গলছে জানালায় এসে
চাঁদিনী বরফ গলা
ফড়িংয়ের চোখ...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন