লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, নভেম্বর ১৬

নাস্তিক দেশ

নেদারল‍্যান্ড বিশ্বের সর্বাধিক নাস্তিকের বসবাসকারীর দেশ!!!
সে দেশে অপরাধ এত কম যে, জেলখানা পর্য‌্যন্ত বন্ধ করে দিতে হয়েছে।!!!
শিক্ষিতের হার 100% !!!
জীবন যাত্রার মান সবচেয়ে উন্নত!!!

আর আমাদের উপমহাদেশ(ভারত, বাংলাদেশ, পাকিস্থান), এখানে অলি গলিতে পীর,সাধুবাবা,ধর্মগুরুরা প্রতিদিন প্রতিনিয়ত লাল, নীল, সবুজ, গেরূয়া ঝান্ডা নিয়ে ঘোরা ফেরা ও প্রচার প্রসারে মত্ত। কিন্তু তবুও অন‍্যায়, অত‍্যাচার, দুর্নীতি, দুষ্কর্মে ভরে গেছে দেশ। এখানে শোষণ, শাষণ, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নিত‍্যনৈমিত্তিক ব‍্যাপার। জেলখানাগুলি সরকারী হাসপাতালগুলির গিজ গিজ করা রোগীর মত অসংখ‍্য আসামী,অপরাধীতে ভর্তি।

এত ধার্মিক আস্তিক লোকের দেশ হয়েও কেন এত অপরাধ সংঘটিত হয় এ উপমহাদেশে? কেন এত সমস‍্যা?

বোঝা যাচ্ছে আমাদের দেশে সমাজের লেখাপড়া জানা "শিক্ষিত আস্তিক" গণ-ই সমস‍্যার মূলে । যারা অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন।

সত‍্যি কথা বলতে গেলে, নাস্তিকরা বেশী যুক্তিবাদী, উদারমনস্ক এবং মানবতাবাদী হয়ে থাকেন। কারণ এঁরা জানেন, মানেন প্রত‍্যেক কর্মের ফলাফল ও কার্য‍‌্যকারণ।।

অন‍্যদিকে আস্তিকরা কি মানে? এরা মানে জীবনে যতই পাপকর্ম, খারাপ কাজ করনা কেন, ভগবান আল্লাহ্-র শরণ নিলে, পুজা-অর্চনা-আরাধনা করলে সমস্ত পাপ ধূয়ে যায়। জীবনে অন্ততঃ একবার মক্বায় হজ বা চতুর্ধাম দর্শণ করতে পারলে তো কেল্লাফতে, সোজা স্বর্গে বা বেহেস্তে গমণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন