লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, নভেম্বর ৩০

একটি মৃত্যুর পর

একটি মৃত্যুর পর
ডুবে গেল ক্লান্ত-সূর্য পশ্চিমে ,
জন্মাবে না আর পুবের জরায়ু ।

আমি নিশ্চিত ,
সে চলে যাওয়া মানে ছিল
আমাকে থামিয়ে দিয়ে যাওয়া
ঘুমিয়ে দিয়ে যাওয়া আমার হৃত্কোষ
জড়িয়ে দিয়ে যাওয়া বসন্ত মৃতদেহ ।

যা কেবল মাত্র বিচ্ছিন্ন ,
                       নিরীহ অথচ কষ্টের ।

মৃত্যু মানে যে
শুধু চলে যাওয়া নয়
এই প্রথম জানলাম ,

মৃত্যু মানে
ঘরগুলো বুড়ো হয়ে যাওয়া
দিনগুলো আগুন হয়ে যাওয়া
বালিশগুলো মরে যাওয়া সারারাত

মৃত্যু মানে
চোখের কাছাকাছি সিক্ত নীল
মুখের উপরে মেঘ হয়ে ঝরে পড়া ।

একটি মৃত্যুর পর ,
ডুবে গেলাম আমি
মৃত বাবার ক্লান্ত চোখে
না ডুবা মুখের আড়ালে

একটি মৃত্যু মানে
এতবড়ো সত্যি রৌদ্রে পুড়ে
যুবক হবে , ভাবি নি কখনও ।

কেবলমাত্র আমিই হারালাম
মুঠোভর্তি লবন মেশানো লম্বা জীবন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন