লেখার ডাগর মাঠ


বুধবার, নভেম্বর ১৫

বাণী

প্রত্যেক ধার্মীক তার ধর্মমতের প্রতি দূর্বল । আর তার কারণেই  শ্রেষ্ঠত্বের লড়াই ।

-নাস্তিক দেব

মানুষ পরকাল কে ভেবে ঈশ্বর বিশ্বাসী ।

পরকাল যদি সত্যিই থেকে থাকে তবে ধর্ম অবমাননায় আক্রমন করা হয় কেনো ?

ঈশ্বর ছাড়া মানুষ বাঁচতে পারবে না ?

যদি উত্তর হয় “না” , তবে নাস্তিকরা কি ভাবে বাঁচে !

এই একুশ শতকে এসেও যদি ধর্মের জন্য ঘর পুড়ে ও জীবন নাশ হয় ! তবে সেই ধর্ম নিয়ে গৌরব করার কিছু কি আছে ?

ধর্ম যদি মানবতার কথা শেখাত তবে কোনো ধর্মের মানুষই অসহিষ্ণু হতো না


আত্মরক্ষক তো ঈশ্বর , তুমি আত্মরক্ষার চিন্তা করছো কেনো ।

: ঈশ্বর বিশ্বাস এখানে এসেই থেমে গেছে :

বিশ্বাস আর মূল্যবোধ এক নয় । একটা যদি মাথার উপরের আকাশ হয় । অন্যটা পায়ের তলার মাটি ।

-নাস্তিক দেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন