লেখার ডাগর মাঠ


সোমবার, নভেম্বর ৬

ইচ্ছা

একাকী , প্রাচীন সমুদ্রের মত
বালিতে আছড়ে পড়া জল ।

একটি বিমূর্ত অতীত। পদচিহ্নের দাগ ।
গভীর গোড়ালি সার্ফে ডুবিয়ে দাঁড়ায়
                            সে আমার ইচ্ছা
                           কাছে এসে দাঁড়ায়
                            সে আমার ইচ্ছা ।

ইচ্ছেগুলোর উপর জল আছড়ে ড়ে
তুষারপাতের শিকড়ের মত ।
প্রতি রাতে । প্রতি নিমিষে ।

মৃত স্মৃতিগুলো পচা ভোর ।
               একাকীত্বে ঘুম ভাঙ্গা ।
                 বালিশে লালার দাগে ।

আলোর সে জমিতে । নিমিষে-
                               জলের শব্দ
ঢেউগুলো গলে যায় বালিতে , এবং যায়..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন