লেখার ডাগর মাঠ


রবিবার, নভেম্বর ৫

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি
দেবজ্যোতিকাজল

বিবর্ণ অন্ধতম রাতে
আমি পথভ্রষ্ট সমুদ্রের মধ্যে
                           ভেসে ওঠি ।

আমার ভেতরে জলের ছায়া
              ছড়িয়ে ছিটিয়ে পড়ে ।

ভেসে ওঠি
কেঁপে ওঠি
ঢেউয়ের জিহ্বার পিছনে। বিরুদ্ধে।

যদিও এই মহাসাগর
আমাকে করেছে গ্রাস
আমি রইব বহিরঙ্গেই । ইষ্টি-পত্র ।

যখন অন্ধকার ভেঙে
আলো জড়ো হয় দেহে
ভেসে থাকা আমি । ক্ষতচিহ্নের মত ।

আমি সমুদ্রের গন্ধ ভালবাসি
আমি সমুদ্র হতে চাই

আমি হাসিখুশি ,
এই মহান সমুদ্রে জ্যামিতিক ।
এ এক অদ্ভূত অনুভূতি উজ্জ্বল
একটি গোপন অধিকার স্পর্শিয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন