লেখার ডাগর মাঠ


বুধবার, এপ্রিল ১৯

আমার কথা

♥ মমতা দিদিকে পুরির মন্দিরে পুজো দিতে দিলেন না ♦

আমি একটা গ্রামে পনের বছর বসবাস করেছি । সেখানকার সবাই জানত আমি নাস্তিক । গ্রাম বলে আমার নাস্তিকতা গ্রাম শুদ্ধ লোক সহজ ভাবে মেনে নেয়নি । ধর্ম নিয়ে এতটাই সমলোচনা করতাম অনেক সময়ি মৌখিক রোষে মুখে পড়ত হতো । আমি ঐ গ্রামটায় ভাড়া বাড়িতে থাকতাম । এমন একটা সময় এলো আমাকে আর বাড়ি ভাড়া কেও দিতে চাইল না । শেষ অবদি শহরে চলে এলাম ।

ঐ গ্রামে একটা বিশাল কালী প্রতিমার মন্দির আছে । প্রতি বছর সেখানে মেলা ও পূজো হয় । গ্রামের কোন পূজো আসলে আমার কাছে চাঁদা চাইতে আসত । আমি ওদের বলতাম , নাস্তিকের টাকায় তোমাদের ঠাকুর পূজো নিবে ?
ওরা আমার কথায় কোন জবাব দিত না । আমি এক শো , পঞ্চাশ দিয়ে দিতাম ।

মেলা শুরু । মন্দিরে পুজো হচ্ছে । আমি যদি কোন কারণে মন্দিরের সামনে যেতাম সবাই আমার দিকে চেয়ে থাকত । আবার কেউ কেউ বলত , কি মাষ্টারমশা আপনি তো নাস্তিক মন্দিরের সামনে কেনো ।

বলুন তো কি বিকৃত মানসিকতার এই আস্তিকগুলো । আমার চাঁদা নেবার সময় ওদের এসব কথা মনে পড়ত না । কিন্তু সুযোগ পেলে কথা বলতে ছাড়ত না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন