লেখার ডাগর মাঠ


বুধবার, এপ্রিল ১৯

আমার কথা

আমি সব সময় কুসংস্কারের উল্টো পথে হাঁটি । এই জীবনে অনেক কুসংস্কার গোপনে ও প্রকাশে ভেঙেছি । মানি নি । হয়তো মানব না । কখনই মানব না । কুসংস্কার নিজের আত্মবিশ্বাস কে আপমান করে । নিজের শিক্ষা ও মর্য্যদার অপমান করে । বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনার ভাটিড় টান দেয় । ছোট বেলা থেকে যে সব কুসংস্কার পারিবারিক হিসেবে পাওয়া তা এক নিমিষে মন ও মনন থেকে তাড়িয়েছি ।

কুসংস্কার মনের মধ্যে তৈরি হয় আত্মবিশ্বাসের অভাবে । আত্মবিশ্বাস একটি চেতনার শক্তি । এ শক্তি ত্যাগ করতে পড়াশোনো লাগে না । লাগে বাস্তব ও বস্তুমুখি চিন্তা ।

আসুন নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা হোক কুসংস্কার মুক্ত সমাজ গড়র । আগমী শিশুদের জন্য একটা নতুন পৃথিবী রেখে যাব । যেখানে বিজ্ঞান ও জীবনের সংগ্রাম রয়ে যাবে । সেই সংগ্রাম হবে ক্ষুধা দুঃখ তাপ পরিতাপ দূরিকরণের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন