লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, এপ্রিল ২৫

ছোটোর মধ্যে আমি

♣ ছোটোর মধ্যে আমি ♦

গীটার কে মন প্রাণ দিয়েই ভালবেসে ছিলাম। কবিতা লিখি কিন্তু কবিরা ছাড়া কবিতা কেউ পড়ে না । মাঝে মাঝে কবিতা লেখার খেই হারিয়ে ফেলি । আর্ট তো জীবনের সাথে ধুকে ধুকে মরে গেল । অবশিষ্ট রইলাম নির্বোধ এক জোড়া পা নিয়ে । ভালবাসলাম । জানা ছিল না পায়ে নাকি ভালবাসা থাকে । পুরো জীবনটা নিজের কাছে নিজেই হীরো হয়ে থাকলাম । চরম অবহেলা যদি কিছু থেকে থাকে তা হলো , কি বলব ভেবে পাচ্ছি না ।  কথাটা বললে কাউকে আঘাত করা হবে । তাই বিরত থাকলাম । জীবনের কাছে আর কোন কিছু চাইবার ইচ্ছে নাই । ইচ্ছেদের ছুটি দিয়েছি । একটা কালো মেঘের মধ্যে ওড়ে গেছে সে সব ইচ্ছেরা ।  কেননা বড় বিপদে আছি । তাই মাতাল হয়ে এই বিপদের দিনে আর মাতালকে বিশ্বাস করতে পারছিনা ।

তাই শেষে বলব , ঈশ্বর যদি সত্যিই থেকে থাকেন তবে সংখ্যালঘু করে কোন মাতৃক্রোড়ে যেনো না দেওয়া হয় । এই বলে রাখলাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন