লেখার ডাগর মাঠ


সোমবার, এপ্রিল ৩

শব্দ গুল্ম

এক

যে মেঘ পাখির পাখায় ওড়ে
তার বিষাদে গান ভেসে বেড়ায়
স্তব্ধ বুক বালিশের কোণায় এটে
অন্ধকার জমা জল হয়ে ওঠে বৃষ্টি

দুই

কবিতা তুমি আর একবার এসো প্রতিবাদে । গণধর্ষণ আর হুমকির রক্তাক্তের জবাব দিতে । মেরুদণ্ড শক্ত করতে যতটা শব্দ লাগে । ধার নিয়ে এসো খনি থেকে কালি নিয়ে ।

তিন

মনে হচ্ছে তুমি নেই ।
তবু পর্দার আড়ালে উলঙ্গ শরীর ঠিকরে বেরোয় । আলোর নিরেট ছায়া পাখির ঠোঁটে দানায় খুঁটে । কানামাছি বার্ষিকগতীতে রুমালে চোখ বাঁধে । ছোট্ট পাড়ার মাঠে । ঘাস আর ধূলোতে মিশে পাওয়া না পাওয়ায় আমি ।

চার

যে অসভ্য প্রজাপতি আমার বুকে এসে বসে । তার ডানায় আমি বুক ঢাকি । আর তোমার মিষ্টি চোখ ঢাকি আমার চোখের পাতায় ।

পাঁচ

মন সব সময় অধিকার খুঁজে । নিজেকে পেতে মরিয়া । নিজেকে হারাতে উদাসীন ।  পাখির মত চঞ্চল । ঠাণ্ডা চাঁদের মত স্থবির । কাঁটার মত তিক্ষ্ন । নদীর মত আঁকাবাঁকা । তাই এই বসন্ত কখনও বিষাদ । বর্ষা কখনও ভিজে যাওয়া অ্যালবাম । কষ্ট কখনও মরণ বাঁশি ।

ছয়

আমার আরশি তোমার ছায়ার বেশে ঘুম হীন স্বপ্ন প্রতিছবি । নিজের চোখটা কখন যে পাখি হয়ে ওড়ে গেছে কে জানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন