লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, এপ্রিল ২৭

বীরত্ব

বাঙালীর অতীত ইতিহাস বীরের । তবে এই বীরত্বটা ছিল উদ্দেশ্য হীন । বাঙালীর এই বীরত্বের আসল উদ্দেশ্য কি ছিল ? কারু কি জানা আছে ? যদি উদ্দেশ্যটা জানা থাকত তবে অধিকার ছাড়তেন না । রক্ত দিয়ে , ফাঁসির কাষ্ঠে ঝুলাটা যদি উদ্দেশ্য হীন বীরত্ব হয় । তবে ইতিহাস এই সভ্যতাকে ক্ষমা করবে না ।

বাঙালীর বরাবরই ব্রহ্মজ্ঞান থাকলেও কাণ্ডজ্ঞান কম ছিল । জ্ঞান চর্চার জন্য বই পড়লেও কাণ্ডজ্ঞান বাড়ানোর জন্য আত্মজ্ঞান চর্চা করতেন না । আর তার জন্যই নিশফল বীরেত্বের মূল কারণ ছিল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন