লেখার ডাগর মাঠ


শনিবার, জানুয়ারী ৭

মরিচা নীল

মরিচা নীল

পাথরে খোদাই করা তোমার নাম
শব্দ অনাগ নামাঙ্কিত
তোমার শরীর গন্ধ সমুদ্রে লুকানো
ঢেউ তোলা উপবৃত্ত তরঙ্গিত ।

নিষিদ্ধ অনুভূতি জীবন্ত
রাতের বিছানায় জল প্রপাতে ঝরে
আলো-ছায়ার নীচে সারাংশ
নির্বেদ মিছিলের লুকানো ভারে ।

যতিচিহ্ন এতিম হয়ে শবাকার বর্ণমালা
ফিসফিস কবিতা বুকে-আমি স্মরণ উতলা ।



লেখার ডাগর মাঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন