লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ৩

নিষিদ্ধ অনুভূতি

আকাশ নীরব স্বপ্ন , দীর্ঘশ্বাস শব্দ
দুঃখ তাজমহল সত্যের বক্ররেখা
এটা হবার ছিল ,অপৃষ্ট ত্রুটি প্রতীয়মান
অস্ফুট ঠোঁট , অন্তকাল স্পর্শ স্মৃতি-
আণ্ডারলাইন মেমরিতে রাত্রিবাস ।

আহত শতাব্দী প্রবৃত্তি যুক্ত কবিতা লেখে
চাদর পেতে তৈলচিত্র আঁকে খেদ লঙ্ঘন টেনে ।
হলুদে পাণ্ডুর , রক্তে ব্যক্তি স্বাধীনতা
জ্বলন্ত শরীর , শুষ্ক অশ্রুজল দ্বার ঘেঁষা নীরবতা
এটাই হবার ছিল ,  শোকের অঙ্কন ।
এটাই মানা হয়নি , নিষিদ্ধ অনুভূতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন