লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ১০

তুমি আমাকে ভুলে গেছ

স্তব্ধ অনুভূতি বিচিত্র স্পর্শ
নীল আশ্চর্য নৈপুন্য আঁকে বুক
এ স্পর্শ ছিল নিদারুণ জীবন্ত 
এক ঘেয়েমি পচনশীল অন্ধকার ।

একমাত্র তুমিই ছিলে চোখের স্থলাংশে
তরল রোদের শুভেচ্ছে ।

💔

শৃগাল সতর্ক ডাক , নীল নগ্ন জঙ্গল
সদ্য জাগ্রত শব্দ , কাঠঠোকরা সিক্ত বিষাদ ।
মুখের উপর মেঘ , অপ্রচলিত রূপক স্বপ্ন
আমার মন যখন অপীত
মেরুদণ্ড পাঠায় কাঁপুনি
তখনও জানা হয়নি , স্তব্ধ অনুভূতি মানে কি
তার স্পরশের মানেই-বা কি !

তাই নীরব থাকি , মন কষাকষি সরিয়ে রেখে
ব্যথার লক্ষণ যতই গভীর খটখচে হোক
তবু টুকরো টুকরো হয়নি দু’চোখের তলদেশ
লুকিয়ে রেখেছি জামা কাপড়ের ভাজে নীজেকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন