লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, জানুয়ারী ১৭

মাধবী

আমার তর্জনি আর বৃদ্ধাঙ্গুলের মাঝে
গভীর আগুন দেহ কলমটা দাঁড়িয়ে থাকে
                          প্রতিবাদী মিছিলের মত
                           বিরোধী দলের মোশালে

তরুণ পাখিটা গাছের এডাল থেকে ওডাল ওড়ে
ফুলের মধুতে উড়ে বেড়ায় ঠোঁটের চুম্বন

মাধবী বালা । ছোট্ট মাধবী বালা
বালিকা নেই । কিশোরী মাধবী বালা

শীত হাওয়া গা বেয়ে শিরশির শরীর
হঠাৎ দোল খায় কেপে ওঠা ঘর-বাড়িতে
মরণের ভয় খোদাই করা যৌবন পাথর ।
গৃহ পালিতের মত যত্ন করে ভোগের প্রসাধনী
মাধবী গান শেখে ভাল বিত্তবান বর পেতে
মাধবী কলেজে যাবে বাকি জীবনের পূঁজি খুঁজতে
মাধবী নারী । কিন্তু মানুষ নই ,গৃহপালিত ।

নারী পাথরের মত ঘুমায় । যে বাবা
তার সমাজ জীবনে পাল তুলে দিয়ে ,
মারা গেছে । পুড়ে গেছে সেই সীমানা ঘেষা মেঘ
মাধবী তারই কাছে মাথা নত করে
খোঁজে সারা শরীরে অযৌবন ফাঁকে লুকাতে ।

যে প্রার্থনা প্রস্রোব যন্ত্রণায় দাঁড়িয়ে কাঁদে
তার নরম মেরুদণ্ডে মাধবী অমেরুদন্ড
মাধবী তুই মেয়ে মানুষ , শুধু মানুষ নও
বুকটা সামাল কর , মাথাটা নীচু কর
পোষাক সামাল ,সামাল মাধবী
ছিড়ে নিবে পুরুষ ধর্ষক কুমারী বায়ু গন্ধে ।
জঙ্গী শিশ্ন আবেগ নিয়ন্ত্রনে সে পুরুষ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন