লেখার ডাগর মাঠ


সোমবার, জানুয়ারী ৯

শব্দ সেতুবিচ্ছেদ

প্রত্যেক মানুষের নিজস্ব নদী থাকে
থাকে হাঁটুজল, দু'চোখ ভরা পুরনো স্পর্শ
দক্ষ ডুবুরির মত সমর্পন বৃত্ত তুলে আনে জাদুতে
সুদৃশ্য বহুদূর যেখানে মাটি সরে গেছে ঘরের কোণে
নিম্নজ্জিত ব্যস্ত মাঝির পালতোলা ডিঙি
বাতাসের কম্পন তৃষ্ণাফাঁটা গান ধরে
গোল হয়ে ঘুড়ে বেড়ায় কানপাশা হয়ে বুকে। 

তবুও শোকের পরে শোক ওড়ে চিরন্তন প্রজাপতি
নিজের সংসার বলতে হারানো সম্পর্ক যাদু আগুন
এত কিছুর পর ভাষার শেষরাতে শহর জাগে
আমি সেই শহরে সাপলুডোর মত উপর নীচ করি |
তবুও তুমি সর্বাঙ্গে উড়ো কামুক ধূলো
ঋতুবদল পর্বাঙ্গে উড়ে এসে নোঙ্গর ফেলো
সবশেষে বিন্দু বিন্দু হতে হতে 
বছরটা ভরে গেলো জঙ্গলে
দ্যাখা হবে পরজন্মে চৌক চিতার আগুনে
জীবন পেরিয়ে আহত তারার সাথে

উত্তরবাহী বিছানার পাশাপাশি
কষ্টকোষ বেলফুলের মালা পরে |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন