লেখার ডাগর মাঠ


শনিবার, জানুয়ারী ৭

আগে আর আজ


আগে ও আজ
দেবজ্যোতিকাজল

মেয়েটি আর মেয়েটি নেই ফলদ উদ্ভিদ
ছেলেটিকে সৃষ্টি করেছিল তার শাখায়-প্রশাখায়
হঠাৎ উদ্দাম ও তার সাহসীতম ফলা আঙ্গুলে
মুড়িয়ে দিয়েছিল তার রঙিন খোসায় ।
:
মেয়েটি রূপবতী গাছের ডালপালা ভরিয়ে
উত্তেজনা আনন্দময় দিবসের জ্বলা মোমবাতি
ছেলেটি আর মেয়েটি দেরাজের আয়নায় পরস্পর
মেয়েটি চুম্বন ছিনিয়ে নিত কেটেছে যৌবন
:
মেয়েটি ঊনিশ শো চুরানব্বই ছেলেটি দু হাজার ষোলো
পৃথিবী ঘুড়ে তার ডানায় মাঝখানে নির্গমন
শুই কিন্তু জেগে থাকে চোখ অত্যাচার স্মৃতি
মনে পড়ে সেই দিন প্রেমের মিষ্টিস্বাদ উষ্ণ জিভ
ছেলেটি অকিঞ্চন শিশু মেয়েটি মাকড়সা যুবতী ।
*
মেয়েটি আর মেয়েটি নেই ফলদ উদ্ভিদ
ছেলেটি একা নির্মম নীলবাতি অন্ত ব্যঞ্জনবর্ণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন