লেখার ডাগর মাঠ


শুক্রবার, জানুয়ারী ৬

তোমার স্তনের উপরে উড়ন্ত ঠোঁট



তোমার স্তনের উপর উড়ন্ত ঠোঁট প্রজাপতি
নিসঙ্গ রোদ ,ফুলময় মিষ্টি লাল লীলিয়া
তুমি তুমি নিহত শব্দ বিছানা জুড়ে ।
স্পর্শে বিহ্বল , উত্তেজনায় বন্য নীল ঢেউ
গরম হাওয়া নীল বোধ, সমুদ্র গিলে খায়
তুমি আমার হাতের মধ্যে খেলছ কুমারী হাসিতে
দিবস থেকে দিবসে , স্থগিত করেছ চলা ।
তারপর-
অদ্ভূত এক আলো জ্বলে ,তাতে জ্বলজ্বল
অন্ধকার তরঙ্গ , পাতা মরমরে রাত্রিবেলা
চমৎকার জাদুতে দিন ফুরিয়ে রাত আসে-
জানান না দিয়ে । আমাদের প্রেম প্রমোদে
হঠাৎ তোমার আঙ্গুল নরম অথচ দৃঢ় উদ্দাম
এক মুহূর্ত থেমে ঠোঁটের উৎসে হাসির ডোরাকাটা রসিক প্রদীপ্ত তোমার চোখে-মুখে ;
হে প্রেম তুমি হরিণ কামনায় গন্ধ মৃগনাভি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন