লেখার ডাগর মাঠ


বুধবার, জানুয়ারী ৪

ননসেন্স • উপন্যাস




এক

[] মে আই সিট হিয়ার ?


• হোয়াট ব্রিংস ইউ হিয়ার ?


[] নো…


• দেন্ ইউ আর এলাউড আই ।হ্যাভ নো অবজেকশন । আর তাছাড়া , এটা পার্ক সবার সমান অধিকার আছে । যেকোন লোক ,যেকোন জায়গায় বসতে পারে । একটু থেমে , কি বললাম বুঝলে ? ননসেন্স…


• হুম । মেনী থ্যাঙ্কস


[] হোয়াট ইজ সি রীজন ?


• আই এ্যাম ডেড টায়ারড ।


আমি আর কথা না বাড়িয়ে ভাবলাম-" আমি খুব ক্লান্ত " হোয়াট! কেন ক্লান্ত ? ব্যাগ থেকে জলের বোতলটা নিয়ে , বাড়িয়ে ধরলাম । সিগারেটে টান দিয়ে বললাম, ধরুণ । ঠাণ্ডা জল , চোখে মুখে দিয়ে দু এক ঢোক গলায় ঢালুন ভাললাগবে ।


মেয়েটি জলের বোতল নিয়ে , ছোট্ট করে বলল ,- আপনাকে একটু বিরক্ত করব ।


[] করুণ


• প্রথম বিরক্তটা হলো , আপনার সামনে রাখা যে চারটা বই আছে তার একটা নিতে পারি কি ?


[] নিন । এবার বলুন , দ্বিতীয়টা …


মেয়েটা একটু সংশয়ে বলে উঠলো , না , মানে আপনি ওটা কি বই পড়ছেন ?


[] টিবেটান বুক অফ দি ডেড ।


• মেয়েটা অকৃঞ্চিৎ হেসে হড়বড়িয়ে বলল , " মরতে না শিখলে পরিপূর্ণ ভাবে বাঁচা যায় না । মৃত্যু জীবনের আর এক অধ্যায় ।"


[] মৃত্যু দেখে ভয় কর ? একটু থেমে , তুমি করে বললাম । যা বলছিলাম , মৃত্যু আর পূনর্জন্মের মধ্যবর্তী অবস্থান ।


আমার কথা শেষ না হতেই । মেয়েটি নির্ণিমেষে বলে বসল , আপনি পুনর্জীবন বিশ্বাস করেন ?


[] না


• কেনো ?


[] মানুষের একটাই জীবন বলে । ধর্ম মানুষের মাথা নষ্ট করেছে । কাজের কাজ কিছু হয়নি । ধর্ম হল করে খাওয়ার বাক্স ।


• তবে যে পড়ছেন ?


[] যারা নাস্তিক তারাই সবচে বেশি ধর্মের বই পড়ে । আর আমি তো একটা…


• আপনি নাস্তিক ?


কথাটা শুনে চমকে উঠলাম । আমি প্রশ্নের উত্তর না দিয়ে । মেয়েটার মুখের দিকে তাকালাম । বুকটা ছ্যাৎ করে উঠল । মেয়েটার অপূর্বতায় আমার মনটা ঝুলে রইল । তার সঙ্গে জিহ্বাটা হালকা হয়ে নড়ে উঠল । ভিতরে দুটো শব্দ তরঙ্গে খেলে গেল । হাউ বিউটিফুল । কি দেখছি ? খুব ক্লান্ত লাগছিল । পুরোপুরি নয় । তবে অনেকটাই । মেয়েটাকে আমারও বলতে ইচ্ছা করল । ওগো সুন্দরী , আমিও যে ক্লান্ত হয়ে উঠছি । ক্লান্ত চোখ দুটো ভূত দেখার বিরতি টানল ।

মেয়েদের মুখের দিকে হ্যাংলাদের মত তাকাতে নেই । অসভ্যতা প্রকাশ পায় । আমার ঘোর কাটতেই । কোন শব্দ না করে বইটা দেবার উদ্দেশ্যে হাতটা বাড়িয়ে ধরলাম ।


মেয়েটি আমার হাত থেকে বইটি নিয়ে । মোলায়েম ভাবে বলল , কনগ্রাচুলেশন ।


মেয়েটি নড়েচড়ে বসে । বইটার পৃষ্টা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগল । বেশ মনযোগী মনে হল । মেয়েদের ধর্য্য আর একাগ্রতা বেশি । আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে গম্ভীর শ্বাস নিয় । ততক্ষনে মেয়েটি একটু পড়েই বইটা বন্ধ করে আমাকে ফেরত দিয়ে মিয়ানো গলায় বলল , " বইটা পড়েছি । তারচে আপনিই পড়ুন । লেখক বই-এর এক জায়গায় লিখেছেন , ' মরতে না শিখলে পরিপূর্ন ভাবে মরা যায় না ।' একটু থেমে , যারা বুদ্ধিস্ট তারা মৃত্যুকে জীবনের কাছাকাছি রাখে । কি বলুন ! তাই না ?


আমি ঘাড় নেড়ে গম্ভীর কণ্ঠে বললাম ," হ্যাঁ " । পুনর্জন্মের স্রষ্টা ঋষি যাজ্ঞবল্ক্য । হিন্দু মতে । আর অষ্টম শতাব্দীতে পদ্মসম্ভব বার-দো-থোস-গ্রোল রচনা করেন । তিনিও বুঝাতে চেয়েছেন ,বইটিতে , মৃত্যু আর পূনর্জন্মের মধ্যবর্তী অবস্থান । যা পাপ বা পূর্ণের ফলভোগ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন