লেখার ডাগর মাঠ


শনিবার, আগস্ট ৫

বিছানার চাদরে চাঁদের আলো

বিছানার চাদরে চাঁদের আলো
দেবজ্যোতিকাজল

এখন ঘুমাও । সময় হ’লে ।
সত্য খুঁজতে জেগে ওঠো ।

তোমার পাশে কেউ নেই , স্পষ্ট ভাবে
ঘুমিয়ে ড় একাকী বোবা বন্ধু হয়ে ।

শুধু একটি বালক । যারা
এখনও যৌবন স্খলন যুবক ।

এখন ঘুমাও
শাশ্বত শান্ত হও অপঠিত বইয়ে ।

আমি শূন্যতার নীচে , সান্ত্বনা চোখে
আলগা ভাবে দাঁড়িয়ে আছি আর্কাইভে ।

তুমি আমার পৃষ্ঠার মধ্যে থেকো
              গল্প কিম্বা কবিতা হয়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন