লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, আগস্ট ১৫

হলডেনের থিওরী , পৃথিবী সৃষ্টির

#ধাপ ১।
* হাইড্রোকার্বন উৎপাদন ( মুক্ত পরমানুগুচ্ছ. CH ও CH2 এর বিক্রিয়া, বাষ্পের সাথে মেটালিক কার্বাইডের বিক্রিয়া)
* হাইড্রোকার্বনের অক্সি ও হাইড্রক্সি উপজাতের উৎপাদন
( বাষ্প ও হাইড্রোকার্বনের বিক্রিয়ায় এল্ডিহাইড,কিটোন উৎপাদন)
* কার্বোহাইড্রেট উৎপাদন ( গ্লুকোজ,  ফ্রুক্টোজ আর ঘনীভবনের ফলে চিনি, স্টার্চ গ্লাইকোজেন) ফ্যাটি এসিড
ও গ্লিসারলের উৎপত্তি (ফ্যাট বা চর্বীর ঘনী ভবন) 
এমাইনো এসিড গঠন ( হাইড্রোকার্বন,  এমোনিয়া আর জলের বিক্রিয়া)
#ধাপ ২। 
জটিল জৈব অনুর উৎপত্তি ( পলিমার গঠন)
*প্রোটিনয়েড মাইক্রোস্ফিয়ার।
*কো এসারভেট

#ধাপ ৩। 
পলিনিওক্লিওটাইড  বা নিউক্লিক এসিড গঠন। 
#ধাপ ৪। 
নিওক্লিওপ্রোটিন গঠন।
#ধাপ ৫। 
আদিকোষ বা ইউবায়োন্ট গঠন ( কোএসারভিটিরের  ভিতরে নিউক্লিও প্রোটিন আর আন্যান্য অনু একত্রিত হয়ে লিপোপ্রোটিন ঝিল্লী দিয়ে আবদ্ধ  প্রথম কোষ,  প্রথম জীবন) 
#ধাপ ৬। 
শক্তির উৎস ও সরবরাহ ( শক্তির ঘাটতি দেখা দেওয়ায় প্রকৃতিতে টিকে রইল তারাই যারা  প্রোটিন কে এঞ্জাইমে রুপান্তরিত করে সরল উপাদানকে জটিল বস্তু তৈরী করতে পারত।  আর সেসব দ্রব্য থেকে শক্তি নির্গত করতে পারত। ) 
#ধাপ ৭। 
অক্সিজেন বিপ্লব  ( অক্সিজেন হীন বিজারকীয় আবহাওয়া অক্সিজেন ময় জারকীয় আবহাওয়ায় রুপান্তরিত হোল আজ থেকে দুশো কোটি বছর আগে।) 
#ধাপ ৮।  প্রকৃত কোষী জীবের উৎপত্তি ( প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট)  
#ধাপ ৯। 
জৈব বিবর্তন বা বায়ো জেনেসিস। 

যে সব বিজ্ঞানিরা  এর উপর বহুদিন ধরে গবেঢবা করে এর স্ত্যতা প্রমান করেছেন।
তাদের নামের লিস্ট দিয়ে দিলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন