লেখার ডাগর মাঠ


শুক্রবার, আগস্ট ১১

একাকীত্ব একদিন

আমি উষ্ণ সূর্যাস্ত দেখতে গেলাম
   কি-ভাবে একটা রেড-সার্কেল
    আকাশে ছিটকে পড়ে থাকে ।

ততক্ষণে তৃণভূমিটি শান্ত রেড পাণ্ডা
           আমি প্রশস্ত নিশ্বাস ,
                 ভিতরে টেনে নিতেই
         আমার হৃদয় দৌঁড়ে ছুটে গেল-
                        তার উড়ন্ত আঁচলে ।

আকাশ কে আমার লিভিং ছাদ মনে হ'লো
      তারপর এক ঝাঁক পাগল পাখি
         ডানা ঝাপটায় উড়তে উড়তে
            একটি পরিবারের মত
        আকস্মিক বিদ্যুৎ চমকায় চোখে
       তার রোমাঞ্চ শ্বাসের বায়ু খামে ।

অন্তর্ধান দূরত্বে , স্ট্রীটলাইটের প্রাচীন মায়া
      রোমিও উজ্জ্বলতার চিকণ আভা
রাত্রিকে আকার দেয় মহাকায় হলমার্কে
  আমি দ্রবনীয় জল , আচরণীয় মেঘ ।

নদীর রজঃস্বলা বাতাস চুলে ঝড় তুলে
   ভিতরে টান দেয় তার দীর্ঘ বাহু
এই সন্ধ্যায় শরৎ মুখোমুখি দাঁড়ায়
                      একেক রাতের মত ।

আমি পরিস্কার শুনতে পায় নীরবতায়
  বাতাসে ভেসে আসা গানের সিম্ফনি
অন্ধ সুরের গতি পরমাণু তরঙ্গে অণুতে ভাঙ্গে
          অতীত কাছে এসে বসে
         আমার রক্ত তোমাকে ছুঁয়ে
বেদনার সূর্যাস্তে আমি অশ্বারোহণ
সব মিলে আমার-
ব্যর্থতার ছোট পাখিটি গেয়ে ওঠে ,
                এই করেছ ভাল , নিঠুর ,
                           এই করেছ ভাল
                  এমনি করে হৃদয়ে মোর
                          তীব্র দাহন জ্বালো ।...  ... ..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন