লেখার ডাগর মাঠ


শনিবার, এপ্রিল ১৪

মিথ্যারা সব

মিথ্যারা সব
দেবজ্যোতিকাজল

এ পাড়ার খবর যে সব , ও পাড়াতে ভুল
ঘরের কোণে নীজের ছায়ায় , পরেছে অনেক ঝুল ।

পথের মাঝে বিব্রত সব , গালে মুখে লাগে
সুখগুলো সব ওদের হবে, নেই আমার ভাগে ।

গানের কানে গান গেয়ে যাই , ফুলের কাছে পাখি
পথের মাঝে ডায়েরী লেখা , চরিত্রে ঢেকে রাখি ।

পায়ে পায়ে সময় ওড়ে , কাধের উপর পেন্ডলিন
সূর্যটা মেঘে ফেরে , কু ঝিক ঝিক রেললাইন ।

বাতাস এখন ছেঁড়া চিঠি , খবর হয়ে ভাসে
মিথ্যারা সব ঐ পাড়েতে , ধরা পড়ে শেষে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন