লেখার ডাগর মাঠ


সোমবার, এপ্রিল ১৬

প্রহসন বিজয়

প্রহসন বিজয়
দেবজ্যোতিকাজল

শান্ত একখানা রুগ্ন শরীর , প্রশান্তে দাঁড়ায়
সামনের যে রুক্ষ পথটা, বিদ্রুপে হারায় ।

কোথায় যাব আমি , এখনও ভাবিনি
বয়সি সংখ্যায় মৃত্যু , লেখা আছে জানি ।

মেঘে-মেঘে দল বাঁধে , নিভে যায় মোম
দেহটা দেহ নয় আমার , ধ্বংস স্তূপ রোম

আমার কোন দেশ নেই, নেই কোন পরিবার
সংগ্রহে আছে ব্যথা , নেই কিছু-আর হারাবার ।

সময়টা এখন অসময় , অধিকারে ধরেছে পচন
দেশ আর দেশ নেই , বিবেকে জমেছে প্রহসন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন