লেখার ডাগর মাঠ


সোমবার, এপ্রিল ১৬

কবিতাঙ্গ


কবিতাঙ্গ
দেবজ্যোতিকাজল

আমার কবিরা আজ আর নেই
কবিতা রেখে চলে গেছে দেরাজে
কলমের নীচে চিঠির পৃষ্ঠারা সব
নিখোঁজ কবিদের ঠিকানা খোঁজে ।

মুঠোর মধ্যে লুকায় আলো,অন্ধচোখ
নাকের কাছে ঘ্রাণঈন্দ্র মৃত, সব ক্লীব
রাস্তা হারিয়ে গেছে র-এ ,অদৃশ্য নীলে
জড় কবিদের কলমে জন্মে কবিতাজীব

শিগগির এসো ! শহর দাঁড়িয়ে একলা কাঁদে
অগণতন্ত্র বাতাসে বিষ উন্নয়ণ দাঁড়িয়ে পথে
নানা রঙের মুখোশ ওড়ে , চেনা মুখের আদলে
শস্তা মানুষেরা সব ,অস্ত্র তুলে নেয় দুহাত পেতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন