লেখার ডাগর মাঠ


বুধবার, এপ্রিল ১৮

ঈশ্বর আতঙ্ক

ঈশ্বর আতঙ্ক
দেবজ্যোতিকাজল

গভীর জঙ্গল হয়ে গিয়েছে ঈশ্বর
সুতরাং , ভয় আমার পিছু নিয়েছে ।
গাছ দেখলে আজ-কাল
ঈশ্বরের হাত নখ দেখি ।

আত্মরক্ষার অস্তিত্ব সংকটে ভুগি
শুনেছি, বনের হিংস্র পশুগুলো
না-কি ধার্মীক হয়ে গেছে
তাই , ভয় আমার পিছু নিয়েছে ।

বাবার দু’চোখে যে ঈশ্বর-কে
আমি দেখেছি প্রতিদিন
তা বাবার মৃত্যুতে মরে গেছে গাছ হয়ে ।

বাবার জন্মান্তরবাদটা
গহীন কর্কশ  দাবানল হয়ে-বন ,
পুড়ে যাওয়া পাতাপরা শব্দে
যা গজিয়ে ওঠে
তা হলো,
মেয়ে মানুষের শরীর
পুরুষ মানুষ নামক ধর্ষক ,
ঈশ্বর প্রেরীত দালাল চেলা

তাই ,
আজ-কাল ভয় পিছু নিয়েছে
আতঙ্ক তাড়া করছে
গাছ দেখলেই আঁতকে উঠি
শরীরটা কাঠ হয়ে যাওয়ার ঈশ্বরাতঙ্কে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন