লেখার ডাগর মাঠ


শুক্রবার, ফেব্রুয়ারী ২

চোখের মধ্যে জোঁনাকি চাঁদ

চোখের মধ্যে জোঁনাকি চাঁদ
দেবজ্যোতিকাজল

আমি এখন অনেকটা পুরনো
সব শক্ত কাজ শিশুর মত কাঁদে ।

তবুও শরীরটা স্বপ্ন দেখে
ইয়োং আলোকিত হরিণ শাবকে

বিশুদ্ধ শান্তিগুলো বিরক্তি ধুলিকণা
মৃত ফুলের পাপড়ির মত
সে সব জানালায় জমেছে ।

তবু আমি আলো ধরে বুকে পুরি
অপেক্ষা করি উড়ন্ত অন্ধকারে

দীর্ঘ সময়ে যা পেলাম আ-চমকা
ঝর্ণা ছাদ থেকে
মৃত্যু বিছানা

আরও ৫০ বছর পর
আমি আরও অনেকটা পৃথক হব
ঝুলন্ত পেন্ডুলুম ধরে.....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন