লেখার ডাগর মাঠ


রবিবার, ডিসেম্বর ২৭

যে মেয়েটি কবিতা হয়েছে

বৃষ্টি বৃষ্টি খেলা আমার পাশে, তার
কবিতা বিকেল পুরনো মেঘ ঘামে ৷

এত সত্য, সত্যের কাছে এত আতসী
ফিরে ফিরে আসে কলমের কাধে দাঁড়িয়ে

কত রকমের কেনো,
গোলাপ বনের খাতায় মেয়েটি কবিতা
দৈব্যবাণী শ্লোক স্তব
মেয়েটি স্তবক

পায়ের আঙুল হাতের আঙুল-
চাটে আমার জিভ

( তবু) দু'ফোঁটা চোখের জল ওড়ে, সাঁতরায়
আঁকা-বাঁকা ফিরে চায় কবিতার মৌমাছি
তবু উদ্ভিদ, আমি মাটি রস বীর্য্য গন্ধ মধু রাই

তুমি কতরকমের পাখি ৷
সারাদিন বুকে ওড়ো
এত জঙ্গল তবুও৷ চোখে ওড়ো ,
এত বড়ো আকাশ , তবু ওড়ো নিশ্বাসে

ওগো! কবিতা মেঘ,
সূর্য্য ছিঁড়ে-
কবিতা আঙুল চেটে চাটো
…………………গ্রীষ্ম
বর্ষা
শরৎ
বসন্ত ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন