লেখার ডাগর মাঠ


বুধবার, ডিসেম্বর ২৩

খসড়া

এক

যখন দুপুর নেমে আসে
বিপন্ন সন্ধ্যাসেতু অকৃতজ্ঞে হাসে
থামে না কিছুতেই ৷
প্রেম চলে গেছে ঈশ্বরের সাথে ৷

দুই

সকাল থেকে বিকেল এলে
রাত্তির ভাবতে থাকে প্রেম আর উষ্ণতা
হঠাৎ যা চলে গেছে ' মৌসুমি বায়ু '
শুরু হল না শেষ ৷

তিন

কাদার শরীর ছেনে মুর্তি গড়লাম
হলুদ মাখা ভোর দেখব বলে
সবটুকু অপেক্ষা সাক্ষাতে দাঁড়ায়ে
প্রান্ত উল্লাস ময়ূর সিংহাসনে, ধ্বনির অনুরণন
সুসময় আর অসময়ের মধ্যেকার ফাটল জুড়ে ৷

চার

শুধু দিনান্তে এক উদাস বাউল
আজ আনমনে বিরাগ বাজায়
চুরমার হওয়া বাস্তব
পর্দা ঝোলে দেখা সাক্ষাতে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন