লেখার ডাগর মাঠ


বুধবার, আগস্ট ৮

বর্তমান

বর্তমান
দেবজ্যোতিকাজল

টেবিলের ওপ্রান্তে কলম নদীর গতিমুখ
আর , এপ্রান্তে অতীত বিবাদীয় বর্তমান
তাতে দু’প্রান্তে তোলপার ক’রে কমলমতি মেঘ

যদি সাহস দিয়ে কেউ
নখদ স্রোতগুলো ভেজে তুলে তেলে
তবে বর্তমান বড়ো বেশি বেমানান আকাশ

বাতাসে নেই অক্সিজেন
মেঘের ওপাড়ে শূন্য হাসে
বিধাতা মানুষের বিবাদ
নাস্তিক্যবাদের যুক্তিতে থামে ।

ছন্দ আর ছুটে না ,
বাট শী ইজ ভেরি স্লো ।

দ্বন্দ আর দণ্ড ,
নট সো গুড অহিংসা পরম স্বার্থ

কৃত্রিম জলাবন্দীতে
থেমে গেছে রোদের উত্তাপ ।

অহংকার আর অবিশ্বাস ঈশ্বর হয়ে গেছে
হয়ে গেছে রাজনীতিয় অস্পৃশ্যতা ;
তাই এরা আর
এক সঙ্গে বাঁচার স্বপ্ন দেখে না
মুখোশের আড়ালে
ধর্মের মুখ লুকিয়ে যারা মহাপুরুষ হয়
তারাই মানুষের সমাজকে গিলে খায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন