লেখার ডাগর মাঠ


সোমবার, আগস্ট ১৩

আমার অপেক্ষার দরজা ঠেলে

আমার অপেক্ষার দরজা ঠেলে
দেবজ্যোতিকাজল

অবিরাম বৃষ্টি চাই
গরম দেহ ধূয়ে নিতে
অবিরাম মেঘ চাই
ক্লান্ত ও শান্ত চোখের কপাটে ।

ওগো বাতাস !
তুমি সুর ছুঁয়ে , আগুন হয়ে
শিহরিত করো , শিশুতোষ মন ,
অগভীর মুখের উপরে বৃষ্টি হও
আমার উপমা অনাবিল ঘেঁষে ।

যে গান তোমার নিঃশ্বাস খোঁজে
প্রশ্বাসে চুরি করো তার অমরত্ব হৃদয়
আমি দুঃখ পেলে । যে,খুশীতে হাসে
তার এক খণ্ড মহাশূন্যের-
আরোহীকে দিয়ে দাও স্বরলিপিকারে ।

তারপর । ধূলি । ধূঁয়া । জমাট ইচ্ছায়-
জন্ম নিবে গানওয়ালা । শহর । গলি ।
ফিসফিসে কোলাহল পেঁচার চোখে ঘুমায় ।
আমি জেগে রোই জীবন দাগ টেনে ।

ওগো গানওয়ালা !
তোমার বেপরোয়া ভাটির সুর ,
নদীর মত গান হয়ে
উড়ে যাবে মৃত্যুর খোঁজে অর্জুনবাণ ছুঁড়ে ছুঁড়ে ,
তাকে আমি বুক পেতে নিব উল্কা এঁকে ।

ওগো বাতাস !
যে গান তোমার দেহে আছরে পরে
তার সুরের মালায় ছিঁড়ে পরে ফুল ,
কান অবধি পৌঁছায় না
সে গান কখনও আমার
পাখিরা যতক্ষণ না ফিরে , মেঘ হয়ে ঘরে
আমার অপেক্ষার দরজা ঠেলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন