লেখার ডাগর মাঠ


রবিবার, আগস্ট ৫

শুধু একদিন....

এক

শুধু একদিন
তুমি আমাকে ,
তোমার পাশে বসতে দিবে কি ?

শুধু একদিন
আমার সব কথা
তুমি কি মন দিয়ে শুনবে ?

আমার নিঃসঙ্গতা
ঘন্টা , মিনিট , সেকেণ্ড
গণনা হয়ে যে বয়ে যায় উদ্বেগে

শুধু একদিনের জন্য
আমরা দু’জন নিয়মের সীমানা
অতিক্রম করে
পাহাড় পেরিয়ে হাঁটব

আকাশ ছাড়িয়ে ধরবো উড়ন্ত মেঘ
উত্তাল সমুদ্র-কে ছাড়াইয়া যাব
               পারিজাত ফুলের দেশে

দুই

এই দিন
এই রাত
এই অন্ধকার
এই আলো

কালো অথবা সাদা

অপর যে-কোন
          যে-কোন উপায়ে
          শুধু একদিন ।
        
            শুধু একদিনের জন্য
                     ভেবে দেখো ।

শুধু একদিন
তুমি আমাকে পছন্দ কর
               উল্টো দিকে
        অথবা সিধা দিকে
          
  অথবা যে-কোন দিকের মুদ্রার মত
                            সূর্যের তলদেশে
                     কিম্বা
                চাঁদের মধু অরণ্য মাঝে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন