লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০

পুরোষিত ব্যপার ঘটাতে

ভেবেছি সূর্য্যের মুখ করে আর দাঁড়াব না গাছ থেকে যে সবুজ- ছায়া নেচে পড়ে ,ভেবেছি , তাঁর দিকে আর তাকাব না তুমি যখন বিশ্রাম নিবে পুরুষোচিত ব্যপার ঘটাতে ,তখন সূর্য্যের মুখ করে দাঁড়াতে হবে ; ছায়ার পিছনে অপেক্ষা গাছের কাঁধে মাথা রেখে মৌনব্রতী অন্ধকারে হাত বাড়াবে সুপ্রাচীন চিত্রকলার বজ্রশিখায় মধ্যরাতে গল্প হবে জিনদত্তার একটু একটু করে অন্ধকার একটু একটু আলো মাঠের দেওয়াল নীল হয়ে ওঠে সৃষ্টির সব পথের অন্তকালে উপাসিক নিষ্ঠুর শার্দুলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন