লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০

ঢিল ছোঁড়া কবিতা

«»«»«»«»«»«»«»«»«» এই একটি গ্রহ নিয়েই ধ্বংসের তালবাহানা পৃথিবী আমি বলি আকাশ তার নীল সাগরের কোলে ঘুমাক রৌদ্দুর জেগে থাক ঢিল ছোঁড়র কবিতা শব্দে সময় শূন্যে উড়ে যাক মেঘ ভাঙা ঝাপসা জলসায় যারা অঙ্কোলজিস্ট তাঁরা ধ্বংসের নির্মান গড়ে মানুষকে বাউণ্ডুলে বানায় সন্ধে , রাত্রি ধ্বংসের ধস শুনায় প্রতিদিন দেয় মৃত্যু নাম্বার ওড়ে যায় তাদের বাতাস শূন্যে সবুজ বাড়ির মাঠ থেকে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন